ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা

ফান্ড মিলেছে ১ লাখ ডলার, দরকার ১০০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
ফান্ড মিলেছে ১ লাখ ডলার, দরকার ১০০ কোটি ছবি: প্রতীকী

ঢাকা: পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রকোপ ঠেকাতে জাতিসংঘ ট্রাস্ট ফান্ড প্রায় এক বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) সংগ্রহে নেমেছে। কিন্তু এখন পর্যন্ত জমা হয়েছে মাত্র এক লাখ ডলার।



শুক্রবার (১৭ অক্টোবর) জাতিসংঘের ‘কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

জাতিসংঘ জানায়, আগামী ছয় মাসে এ মরণঘাতী ভাইরাসের আক্রমণ ঠেকাতে কমপক্ষে ৯শ’ ৮৮ মিলিয়ন ডলারের প্রয়োজন হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত দেশ লাইবেরিয়া, সিয়েরালিওন ও গিনির জন্য ব্যয় করা হবে  ৩শ’ ৬৫ মিলিয়ন ডলার।  

গত মার্চ মাস থেকে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ৪ হাজার মানুষ মারা গেছেন। অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরা লিয়ন, গিনি ও নাইজেরিয়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইবোলায় এখন পর্যন্ত চার হাজার ৪শ’ ৪৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা আট হাজার ৯শ’ ১৪ জন হলেও চলতি সপ্তাহেই এ সংখ্যা নয় হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪/আপডেট: ১২৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।