ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আঙিনার যত্ন না নেওয়ায় কারাগারে মার্কিন নারী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
আঙিনার যত্ন না নেওয়ায় কারাগারে মার্কিন নারী! ছবি: সংগৃহীত

ঢাকা: নোটিশ দেওয়ার পরও আঙিনার ঝোপঝাড় পরিষ্কার না করায় কারাগারে যেতে হল যুক্তরাষ্ট্রের টেনেসী অঙ্গরাজ্যের এক গৃহিনীকে।

কারাদণ্ডপ্রাপ্ত কারেন হলওয়ে নামে ওই নারী অভিযোগ স্বীকার করে সাংবাদিকদের কাছে দাবি করেন, এই ‘লঘু পাপে এমন গুরুদণ্ড’ প্রত্যাশিত নয়।



টেনেসীর পূর্বাঞ্চলের লিনর শহরের বাসিন্দা কারেনের আইনজীবী জানান, গত গ্রীষ্ম থেকে বেড়ে ওঠা আঙিনার ঝোপঝাড় পরিষ্কার করার জন্য সম্প্রতি প্রশাসনের তরফ থেকে কারেনকে নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি সে নোটিশের নির্দেশনা মানেননি।

আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গত সপ্তাহে বিচারপতি টেরি ভ্যান তার বিরুদ্ধে দায়েরকৃত প্রশাসনের মামলাটির শুনানি করেন এবং অভিযোগ প্রমাণ হওয়ায় কারেনকে পাঁচদিনের কারাদণ্ড দেন। মঙ্গলবার অবশ্য দণ্ড লঘু করে ছয় ঘণ্টায় আনা হয়।

এ সম্পর্কে অবশ্য স্থানীয় পুলিশ প্রধান বা বিচারপতির মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।