ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান পাক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান পাক সেনাপ্রধান ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ও ভারতের মধ্যে স্থায়ী শান্তির জন্য কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধান খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ।

শনিবার কাকুলস্থ পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে এক ‘পাসিং আউট প্যারেড’ পরিদর্শন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তবে কাশ্মীর ইস্যুর সমাধান জাতিসংঘের প্রস্তাবনার আলোকেই করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

কয়েকদিন আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক-ভারত ব্যাপক গোলাবিনিময়ের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এই শান্তির আহ্বান জানালেন পাক সেনাপ্রধান। সর্বশেষ এই সংঘাতে সীমান্তের দু’ধারে প্রাণ হারান প্রায় ২০ জন মানুষ।

পাকিস্তানে বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত থাকলেও শাসন ক্ষমতায় ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে দেশটির সেনাবাহিনী। পর্দার অন্তরালে পাকিস্তানের সেনাপ্রধানকেই দেশটির সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়ে থাকে।

ভারত-পাকিস্তান উভয় দেশ কাশ্মীরকে নিজের বলে দাবি করে থাকে। এ নিয়ে একাধিকবার পূর্ণ মাত্রার যুদ্ধেও জড়িয়ে পড়ে দেশ দু’টি।

কাশ্মীরের ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত দুই অংশকে বিচ্ছিন্ন করে রেখেছে একটি ডি ফ্যাক্টো সীমান্ত রেখা যা লাইন অব কন্ট্রোল বা এলওসি নামে পরিচিত। এলওসির উভয় পাশে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে দুই দেশই। মাঝে মাঝেই নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বিনিময় করে থাকে পাকিস্তান ও ভারতের সেনারা।

একই অনুষ্ঠানে উত্তর ওয়াজিরিস্তানে পাক সেনাবাহিনীর চলমান অভিযান প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাক ‍সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর উদ্দেশ্য দেশ থেকে চরমপন্থি সন্ত্রাসের উচ্ছেদ। সাম্প্রতিক সেনা অভিযানে ওয়াজিরিস্তানে জঙ্গি নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।