ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বান্ধবী হত্যা

পিস্টোরিয়াসের ৫ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
পিস্টোরিয়াসের ৫ বছরের জেল

ঢাকা: বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার দায়ে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার অলিম্পিক ও প্যারা অলিম্পিকে অংশ নেয়া অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দীর্ঘ সাত মাস ধরে চলা এ মামলাটি ব্যাপকভাবে আলোচিত হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।



গত বছরের ভ্যালেন্টাইনস ডে’তে সংঘটিত ওই হত্যাকাণ্ডের জন্য পিস্টোরিয়াসের সাজা ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার বিচারক থোকোজিল মাসিকা।

‘অসতর্কতাজনিত’ হত্যার জন্য পিস্টোরিয়াসকে অভিযুক্ত করেন বিচারক। তবে পিস্টোরিয়াসের দাবি, দরজার আড়ালে তার বান্ধবীকে গুলি করার সময় তিনি ভেবেছিলেন সেখানে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে।

রায় ঘোষণার পর স্টিনক্যাম্পের যন্ত্রণাক্লিষ্ট পিতা ব্যারি বলেন, অাদালতের রায়ে তিনি সন্তুষ্ট এবং রায়কে তিনি স্বাগত জানান। স্টিনক্যাম্পের আইনজীবী সংবাদমাধ্যমকে বলেন, আজ ন্যায় বিচার হয়েছে। পিস্টোরিয়াসের আইনজীবী, বেরি রোক্স বলেন, তিনি আশা করছেন, দশ মাস কারাগারে কাটাতে হবে পিস্টোরিয়াসকে। দণ্ডের বাকি সময় কাটবে গৃহবন্দি অবস্থায়।

এদিকে অবৈধ অস্ত্র রাখার দায়ে অপর একটি মামলায় পিস্টোরিয়াসকে তিন বছরের স্থগিত সাজা দেয়া হয়েছে বলে জানা গেছে।

স্টিলের পা পড়ে ট্র্যাকে দৌড়ানোর জন্য পিস্টোরিয়াসকে ‘ব্লেড রানার’ হিসেবে অভিহিত করা হয়। অপরদিকে তার বান্ধবী স্টিনক্যাম্প ছিলেন দক্ষিণ আফ্রিকা ও পশ্চিমা জগতের একজন খ্যাতনামা মডেল।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।