ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ার নির্বাচন

এগিয়ে সেক্যুলার নিদা তিউনেস পার্টি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
এগিয়ে সেক্যুলার নিদা তিউনেস পার্টি ছবি : সংগৃহীত

ঢাকা: তিউনিসিয়ার সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে সেক্যুলার নিদা তিউনেস পার্টি। ভোটের সর্বশেষ প্রাথমিক ফলাফল অনুযায়ী ২১৭ আসন বিশিষ্ট পার্লামেন্টে নিদা তিউনিস পার্টি পেয়েছে ৮৩টি আসন।



রোববার অনুষ্ঠিত হয় এই ভোটগ্রহণ। সোমবার ঘোষিত প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন ইসলামপন্থি এন্নাহাদা পার্টি পেয়েছে ৬৮টি আসন। এছাড়া ফ্রি প্যাট্রিটিয়ক ইউনিয়ন এবং পপুলার ফ্রন্ট পেয়েছে যথাক্রমে ১৭টি ও ১২টি আসন।

এদিকে পরাজয় স্বীকার করে এন্নাহাদা দলের নেতা রশিদ ঘানুচি নির্বাচনে জয়লাভের জন্য নিদা তিউনিস পার্টির নেতা বেজি সেইদ এসেবসিকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে এন্নাহাদা দলের মুখপাত্র জায়েদ লাধারি বলেন নিদা তিউনিস পার্টি তাদের থেকে ডজনেরও বেশি আসনে এগিয়ে আছে। এছাড়া এন্নাহাদার ‍অপর একজন শীর্ষ নেতা লতফি জিতুন পরাজয় স্বীকার করে এন্নাহাদাকে সঙ্গে নিয়ে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনের জন্য নিদা তিউনিস পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা ফলাফল মেনে নিয়েছি এবং বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি।

সেক্যুলার দলটি নির্বাচনে এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে একটি কোয়ালিশন সরকার অবশ্যাম্ভী।

গণঅভ্যুত্থানে ২০১১ সালের জানুয়ারি মাসে স্বৈরশাসক বেন আলীর পতনের পর ওই বছরের ২৩ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে ইসলামপন্থি এন্নাহাদা পার্টি। এরপর ২০১৪ সালের জানুয়ারি মাসে প্রণীত হয় নতুন সংবিধান। এই সংবিধানের অধীনেই রোববার অনুষ্ঠিত হয় ‘অ্যাসেম্বলি অব দি রিপ্রেজেন্টিটিভ অব দি পিপল’ নামে অভিহিত দেশটির ২১৭ আসন বিশিষ্ট পার্লামেন্টের ভোট।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।