ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৈরুতগামী প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
বৈরুতগামী প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২

ঢাকা: বৈরুতগামী একটি ছোট আকৃতির প্লেন বিধ্বস্ত হয়ে দু’জন নিহত হয়েছেন। সাইপ্রাস থেকে উড্ডয়নের পরই প্লেনটি বিধ্বস্ত হয়ে বলে লেবানন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।



নুহাক এল মাশনাক নামে লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালযের এক মন্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, লেবানন উপকূল থেকে একশ’ কিলোমিটার দূরে আমরা প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছি।

এছাড়া সাইপ্রাসের লারনাকার দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ৭৫ কিলোমিটার দূরে প্লেনের ধ্বংসাবশেষ দেখা গেছে বলে জানিয়েছে সাইপ্রাসের সংবাদমাধ্যম।

বৈরুত অভিমুখে উড্ডয়নের পরই প্লেনটি রাডার থেকে নিঁখোজ হয়। পরপরই প্লেনটির খোঁজে একটি হেলিকপ্টার পাঠানো হয়।

বিধ্বস্ত প্লেনটি প্রশিক্ষণ প্লেন ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়নি দুর্ঘটনার কারণ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।