ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কসমেটিক সার্জারি করতে গিয়ে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
কসমেটিক সার্জারি করতে গিয়ে তরুণীর মৃত্যু ক্লিনিকের স্টাফদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

ঢাকা: কসমেটিক সার্জারি করতে গিয়ে প্রাণ হারালেন এক ব্রিটিশ তরুণী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ঘটেছে এই ঘটনা।

সার্জারিতে অবহেলার অভিযোগ এনে সার্জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট চ্যালিং ইনথিপ বার্তা সংস্থা এএফপিকে জানান, রাজধানীর উত্তরাঞ্চলের লাত ফ্রাও জেলার এসপি ক্লিনিকে শরীরের মেদ ঝরাতে অস্ত্রোপচারের (লিপোসাকশন) পরবর্তী প্রক্রিয়া চলাকালে বৃহস্পতিবার রাতে ওই তরুণীর মৃত্যু হয়।

চ্যালিং বলেন, গত ১৪ অক্টোবর ওই ক্লিনিকে লিপোসাকশন করেন তরুণী। এরপর সংক্রমণ শনাক্ত করলে বৃহস্পতিবার ক্লিনিকটিতে আসেন তিনি। সম্ভবত সংক্রমণ অপসারণের সময় শ্বাস বন্ধ হয়ে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা জানান, চিকিৎসায় অবহেলার অভিযোগে তরুণীর সার্জন সম্পব সানসিরিকে আটক করা হয়েছে এবং তাকে ব্যাংককের একটি কারাগারে রাখা হয়েছে। অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে ১০ বছর কারাভোগ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।