ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে ৭০ ‘লালবাতি মন্ত্রী’ অপসারিত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
উত্তরপ্রদেশে ৭০ ‘লালবাতি মন্ত্রী’ অপসারিত! অখিলেশ যাদব

ঢাকা: সরকার পরিচালনা বিভাগে কচু কাটার ছুরি চালালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ‘দায়িত্ব পালনে ব্যর্থতা ও আখের গোছানোর’ অভিযোগ এনে সরকারের মন্ত্রী সমমানের সুযোগ-সুবিধাভোগী ৭০ জন কর্মকর্তাকে অপসারণ করেছেন তিনি।



মুখ্যমন্ত্রীর মুখপাত্রকে উদ্ধৃত করে রোববার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার রাতে এ অলিখিত অপসারণাদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া।

সাংবিধানিক পদধারী এ ধরনের ৮২ জন ‘মন্ত্রী’র সমন্বয়ে গঠিত সরকার থেকে ৭০ জনকে অপসারণ করা হলেও পরে অবশ্য ১০ জন রেহাই পেয়ে যান বলে জানায় একটি সূত্র। তবে, সরকারি কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় এ নিয়ে এখনও অস্পষ্টতা থেকে গেছে।

সংবাদ মাধ্যমগুলো বলছে, সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব সম্প্রতি দলের নির্বাহী কমিটির বৈঠকে মন্ত্রীর সমমানের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের এই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অসাধু’ কার্যক্রমের অভিযোগ তুলে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন। তার সুপারিশের ১৫ দিন পরই এই পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।

অখিলেশের এই পদক্ষেপ সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন রাজ্য সরকারের ভাবমূর্তি ফেরানোর প্রশংসনীয় কৌশল বলে দেখছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।