ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিশোরীকে মোদীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
কিশোরীকে মোদীর চিঠি

ঢাকা: ১৬ বছরের এক কিশোরীকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বন্যায় চাঁদা তুলে বন্যার্তদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠান মোদী।



এনডিটিভির খবরে বলা হয়, মেয়েটির নাম দুভুরি রোহিনি প্রত্যুষা। সে কুয়েতে ভারতীয় বিদ্যা ভবন স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। স্কুল শেষে ঘুরে ঘুরে বন্যার্তদের জন্য ২ লাখ ১৫ হাজার রুপি সংগ্রহ করে মেয়েটি। পরে সেই টাকা কুয়েতে ভারতীয় দূতাবাসের মাধ্যমে মোদীর ত্রাণ তহবিলের পাঠায় প্রত্যুষা।

চিঠিতে মোদী নেতৃত্ব, সাংগঠনিক ক্ষমতা ও বন্যার্তদের জন্য উদ্বিগ্ন হওয়ার জন্য প্রত্যুষার প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।