ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এখন থেকে ভারতে স্বয়ংক্রিয় মেশিনে টোল আদায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪
এখন থেকে ভারতে স্বয়ংক্রিয় মেশিনে টোল আদায়

ঢাকা: আগামী ৩১ অক্টোবর থেকে ভারতে স্বয়ংক্রিয় মেশিনে টোল আদায়ের প্রক্রিয়া চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিসেবা মন্ত্রী নিতিন গাদকারি।

প্রক্রিয়াটি ২৭ অক্টোবর চালুর কথা থাকলেও কয়েকদিন পিছিয়ে ৩১ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়।



এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) প্রক্রিয়াটি চালুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিসেবা মন্ত্রী নিতিন গাদকারি আগামী ৩১ অক্টোবর এটি উদ্বোধন করবেন।

দিল্লি-মুম্বাই রুটের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ইটিসি সুবিধাসম্পন্ন ৫৫টি টোল প্লাজা স্থাপন করা হয়েছে।

পরীক্ষামূলকভাবে মুম্বাই ও আহমেদাবাদে ১০টি ইটিসি প্রজেক্ট চালু রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইটিসি লেন তৈরির জন্য যথাযথ ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজেক্ট বাস্তবায়নের জন্য ‘ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানও তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।