ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধুমকেতুর বুকে অবতরণ মহাকাশযান রোসেতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
ধুমকেতুর বুকে অবতরণ মহাকাশযান রোসেতার ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে পৃথিবীর বাইরে মহাকাশে দ্রুত গতির এক ধুমকেতুর বুকে অবতরণ করেছে মানুষের তৈরি মহাকাশ যান রোসেতা।

বুধবার রোসেতা যানের ফেলি নামে এক ল্যান্ডার অবতরণ করার মাধ্যমে নতুন এক ইতিহাসের সৃষ্টি করে।



ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানীদের মতে, ধুমকেতু পৃষ্ঠে অবতরণের আগে রোসেতা মহাকাশযানের  ল্যান্ডারটিকে সৌরজগতে ১০ বছর পরিভ্রমণ করতে হয়েছে। ওই পথের দূরত্ব ৬ দশমিক ৪ বিলিয়ন কিলোমিটার।

বিজ্ঞানীরা এ মহাকাশ যাত্রার বিষয়টি পরিকল্পনায় আনেন ‍আরো ২৫ বছর আগে।

ল্যান্ডার প্রজেক্ট ম্যানেজার ড. স্টিফেন উলামেক বলেন, ধারণা করা হচ্ছে এটি একবার নয়, দুবার অবতরণ করেছে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির পরিচালক এটিকে মানব সভ্যতার বড় এক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন।

তিনি বলেন, আমরা রেডিও যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়েছি ফেলি স্থির অবস্থায় আছে। আগামীকাল সকাল পর্যন্ত বিস্তারিত জানতে আমাদের অপেক্ষা করতে হবে।

ফিলি নামে এই ল্যান্ডারটি বরফে তৈরি ধূমকেতুর ওপর অবতরণের পর কিছু সংকেতও পাঠিয়েছে। এতে দেখা গেছে বরফ ধুলার ভেতরে ল্যান্ডারটি অন্তত ৪ সেন্টিমিটার ডুবে গেছে।

যে ধূমকেতুর বুকে এই ফিলি অবতরণ করেছে এর নাম ‘সিক্সটি-সেভেন/পি চুরিউমভ-গেরাসিমেনকো। ওই ধূমকেতুটির বয়স অন্তত ৪০০ কোটি বছর।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীদের ধারণা এই অভিযান থেকে জানা যাবে কি মৌলিক উপাদান দিয়ে মহাবিশ্ব বা সৌরজগত গঠিত।

বাংলাদেশ সময়: ০৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।