ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল সুইডেন ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানাল ইউরোপের দেশ সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের ঘোষণার এক মাসের কম সময় পর তারা বির্তর্কিত এ সিদ্ধান্ত নিয়েছেন।



ডন অনলাইন এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগোট ওয়ালস্ট্রোম বলেন, আজই সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনির জনগণের অধিকার নিশ্চিতের জন্য এটি একটি বড় সিদ্ধান্ত।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুইডেনের এ স্বীকৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ইউরোপের অন্যান্য দেশও এগিয়ে আসতে পারে।

চলতি মাসের শুরুতে বেশ কয়েকজন ব্রিটিশ আইনপ্রণেতা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট দেয়। এর ফলে ব্রিটিশ সরকারের নীতিতেও পরিবর্তন আসতে পারেও বলে ধারনা করা হচ্ছে।

২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এখনও স্বীকৃতি দেয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।