ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের গণমাধ্যমে ‘বাংলাদেশ অন্ধকারে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
বিশ্বের গণমাধ্যমে ‘বাংলাদেশ অন্ধকারে’ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে জাতীয় গ্রিডে কারিগরি সমস্যার কারণে শনিবার দুপুর থেকে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ।

খবরটি শুধু বাংলাদেশে নয়, দেশের বাহিরেও ছড়িয়ে পড়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় দৈনিকে বিদ্যুতহীন বাংলাদেশের খবরটি গুরত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

বিবিসি অনলাইনের শিরোনাম, ‘পাওয়ার লাইনের ত্রুটির কারণে বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রান্তি’। খবরে বলা হয়, ভারতের সঙ্গে সংযুক্ত একটি পাওয়ার লাইনের সমস্যার কারণে বাংলাদেশ বিদ্যুৎ পাচ্ছে না।

যুক্তরাজ্যের মিরর অনলাইন জানায়, ‘কারিগরি সমস্যার’ কারণে বাংলাদেশের ১৬ কোটি মানুষ অন্ধকারে রয়েছেন। ভারত থেকে আমদানিকৃত বিদ্যুত লাইনে সমস্যার কারণে দেশে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

প্রায় একই ধরনের সংবাদ করেছে এবিসি নিউজ।

টাইমস অব ইন্ডিয়ার খবর, ভারতের সঙ্গে সংযুক্ত লাইনের সমস্যার কারণে বাংলাদেশ বিদ্যুৎ পাচ্ছে না। সংবাদ মাধ্যমটি জানায়, ৪০০ কিলোওয়াট ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশ ২০০৯ সাল থেকে ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করছে। পশ্চিমবঙ্গের বাহারামপুর থেকে বাংলাদেশের কুষ্টিয়ার ভেড়ামারার মধ্য দিয়ে এই বিদ্যুৎ আমদানি করা হয়।

২০০৭ সালের ঘূর্ণিঝড়ের পর এটি সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের খবর বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যমটি।

এছাড়া খবর এসেছে এনডিটিভি, হিন্দুস্থান টাইমস, দ্য সিডনি মর্নিং হেরার্ল্ড, নিউইয়র্ক টাইমস, দ্য ইকোনমিক টাইমস, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, দ্য হিন্দু, এপি, ইয়াহু নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ইত্যাদি সংবাদ মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।