ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্তে বিস্ফোরণে নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
পাকিস্তান সীমান্তে বিস্ফোরণে নিহত ৫৫

ঢাকা: আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানের লাহৌরের ওয়াগা সীমান্তে কমপেক্ষ ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দেড়শ জন।



রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু ও পাকিস্তানের নিরাপত্তাকর্মীও রয়েছে। খবর: দ্যা ডন, বিবিসি, এএনআই, টাইমস অব ইন্ডিয়া।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, সন্ধ্যায় ওয়াগা সীমান্তে পাকিস্তান-ভারত কুচকাওয়াজের সময় একটি পার্কিং লটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় দোকানপাট ও বাড়িঘরও ক্ষতি হয়।

এ ঘটনার পর পরই সরকার ওই এলাকার সবকটি হাসপাতালে জরুরি অবস্থা জারি করে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াগা সীমান্তে প্রতিদিনই দুই দেশের পতাকা উত্তোলন করা হয়। ওই কুচকাওয়াজ দেখতে অসংখ্য মানুষ ভিড় করে। ঠিক এমন সময়েই বিস্ফোরণের ঘটনা ঘটায় ১৮ বছরের এক তরুণ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, সিলিন্ডার বিস্ফোরণে হয়তো এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে জানায়, এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণে ঘটায়।

এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ দুঃখ প্রকাশ করেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪ আপডেট: ০৩০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।