ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেনা কব্জায় বুরকিনাফাসো,অবরোধের হুমকি জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
সেনা কব্জায় বুরকিনাফাসো,অবরোধের হুমকি জাতিসংঘের ছবি: সংগৃহীত

ঢাকা: অবিলম্বে বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনাফাসোর ওপর অবরোধ আরোপের হুমকি দিয়েছে জাতিসংঘ।

গত শুক্রবার গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরশাসক ব্লেস কমপাওরে’র ক্ষমতাচ্যুতির পর নিজেকে বুরকিনাফাসোর অন্তবর্তী শাসক হিসেবে ঘোষণা করেন দেশটির এলিট প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের উপপ্রধান লে. কর্নেল ইসাক জিদা।

তাকে সমর্থন দেয় দেশটির সামরিক বাহিনী। তবে ইসাক জিদার ক্ষমতা গ্রহণকে প্রত্যাখ্যান করেছে দেশটির প্রধান প্রধান বিরোধী দল এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা।

ইতোমধ্যে জাতিসংঘের এই দাবি দেশটির সামরিক কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে রোববার জানিয়েছেন পশ্চিম আফ্রিকায় নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি মোহাম্মদ ইবন চামবাস।

দাবি না মানা হলে অবরোধ আরোপের হুমকি দিয়ে চামবাস বলেন, দাবি মানা না হলে ফলাফল পরিষ্কার। এদিকে জাতিসংঘের সঙ্গে সুর মিলিয়ে অবিলম্বে বেসামরিক কর্তৃপক্ষের হাতে হস্থান্তরের জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও। পাশাপাশি মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের প্রতি সম্মান দেখাতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।

দুই দিনের ব্যাপক গণ‍অভ্যুত্থানের মুখে শুক্রবার পদত্যাগ করেন বুরকিনাফাসোর প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে। ২৭ বছরের দীর্ঘ ক্ষমতাকে আরও সম্প্রসারণের লক্ষ্যে তিনি সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে রাজধানী ওগাদুগুতে বিক্ষোভে ফেটে পড়ে জনগণ। এ সময় দেশটির পার্লামেন্ট ভবন জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। বুধবার থেকে শুরু হওয়া দেশটির সঙ্কটে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।