ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সার্ক সম্মেলন

ভারতীয় বুলেটপ্রুফ গাড়ির প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
ভারতীয় বুলেটপ্রুফ গাড়ির প্রস্তাব ফিরিয়ে দিল পাকিস্তান

ঢাকা: আগামী সপ্তাহে নেপালের রাজধানী কাঠমন্ডুতে বসছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সংগঠন সার্কের শীর্ষ সম্মেলন। নিরাপত্তার কথা ভেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বুলেটপ্রুফ গাড়ি দিতে চেয়েছিল ভারত।

কিন্তু ভারতের এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তান।

সোমবার নেপালিজ কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খাজা নাথ অধিকারী বলেন, সম্মেলনে শরিফ নিজস্ব গাড়ি নিয়েই আসবেন… অন্যান্য দেশের সরকার প্রধানদের গাড়ি ভারত থেকেই গেছে।

তিনি বার্তা সংস্থা এএফপিকে জানান, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সফর করেন, তিনিও নিজের গাড়ি নিয়ে আসেন, এটা কোনো ব্যাপার না।

এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হবে না বলেও তিনি জানিয়ে দেন।

তবে গত অক্টোবর থেকে কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে পালিয়েছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। আগ বাড়িয়ে সাহায্য করতে যাওয়া ভারতকে ‘না’ বলার মাধ্যমে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলে কিনা সেটা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, আগামী ২৬ ও ২৭ নভেম্বর কাঠমন্ডুতে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, ভারত ও পাকিস্তান অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।