ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে ‘বিতর্কিত’ নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
বাহরাইনে ‘বিতর্কিত’ নির্বাচন সংগৃহীত

ঢাকা: বিরোধীদের বয়কটের পরও বাহরাইনে চলছে সংসদীয় নির্বাচন। ২০১১ সালে আরব বসন্তের পর দেশটিতে প্রথমবারের নির্বাচন হচ্ছে।

ক্ষমতাসীন সুন্নি শাসকদের এই নির্বাচন বয়কট করেছে শিয়ারা। তাই আন্তর্জাতিক অনেক গণমাধ্যমই নির্বাচনকে বিতর্কিত বলছে।

শনিবার শুরু হওয়া এ নির্বাচনকে সুন্নিদের ক্ষমতা ‘পাকাপোক্ত করার’ চেষ্টা বলে অভিহিত করেছে শিয়ারা। তারা খলিফা রাজতন্ত্রের বলয়মুক্ত হয়ে নির্বাচনের দাবি করছেন।

উল্লেখ্য, বাহরাইনে সুন্নি রাজতন্ত্র থাকলেও সেখানকার অধিকাংশ মানুষই শিয়া।

২০১১ সালে নাগরিক অধিকারের দাবিতে বাহরাইনে আরব বসন্তের ঢেউ লেগেছিল। কিন্তু তিউনিসিয়া বা মিশরের মতো সরকারের গদি নড়াতে পারেনি সেই আন্দোলন। সৌদি আরবের সহায়তার বাহরাইন সরকার বিক্ষোভ দমনে সফল হয়।

কৌশলগত দিক থেকে বাহরাইন ওয়াশিংটনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর রয়েছে।

যুক্তরাষ্ট্র ছাড়াও এই নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সৌদি আরবও। কারণ তাদের পূর্বাঞ্চলে অধিকাংশই শিয়া মুসলিম।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।