ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘স্মার্ট’ পুলিশিংয়ের পরামর্শ মোদীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
‘স্মার্ট’ পুলিশিংয়ের পরামর্শ মোদীর ছবি : সংগৃহীত

ঢাকা: যে দেশের দক্ষ ও পর্যাপ্ত গোয়েন্দা  নেটওয়ার্ক রয়েছে সে দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আর কোনো অস্ত্র বা গোলাবারুদের দরকার নেই বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার (৩০ নভেম্বর) আসামের গৌহাটিতে দেশের শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



সম্মেলনে কর্মকর্তাদের ‘স্মার্ট পুলিশিং’র পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, স্মার্ট (SMART) পুলিশিংয়ের মাধ্যমে অর্থা‍ৎ কঠোর কিন্তু সহনশীল (strict but sensitive), আধুনিক এবং সচল (modern and mobile), সতর্ক ও দায়বদ্ধ, (alert and accountable), নির্ভরযোগ্য ও দ্রুত সাড়াদানকারী (reliable and responsive) এবং প্রযুক্তিবান্ধব ও প্রশিক্ষণমূলক (techno-savvy and trained) জনগণের সেবা করতে হবে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কার্যক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে মোদী বলেন, আমি চাই আইনের শাসন প্রতিষ্ঠায় এসব বাহিনী কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, যে দেশের সর্বোচ্চ মানের নিরাপত্তা নেটওয়ার্ক আছে, সে দেশের নিরাপত্তায় আর কোনো অস্ত্র-গোলাবারুদ লাগে না। তাই, ভারতের নিরাপত্তা উন্নয়নে সর্বোচ্চ মানের নিরাপত্তা নেটওয়ার্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

তিনি কর্মকর্তাদের কর্মক্ষেত্রের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও প্রশংসার দাবিদার হওয়ার আহ্বান জানান।

মোদী বলেন, একজন কর্মকর্তা তার কর্মক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারেন, কিন্তু তিনি যেন তার পরিবার-পরিজনের কাছেও সবচেয়ে ভালো মানুষটি বিবেচিত হন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।