ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ক্লাসরুমেই খুন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ক্লাসরুমেই খুন!

ঢাকা: ইভটিজিংয়ের প্রতিবাদের মাশুল গুণতে হল প্রাণ দিয়ে। ভারতের হায়দ্রাবাদে ক্লাসরুমের ভেতরেই সিনিয়রদের হাতে খুন হলেন বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্র হর্ষবর্ধন রাও।



জি-নিউজ জানায়, শনিবার কোটির প্রগতি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এদিন শেষবর্ষের ছাত্র সতিশ ক্লাসের মধ্যে এক ছাত্রীকে কটুক্তি করেছিল। হর্ষবর্ধন তার প্রতিবাদ করেন। মেয়েটি ছিল হর্ষবর্ধনের ভালো বন্ধু।

সকালের ওই ঘটনার পর দুপুরের বিরতিতে সতিশ ক্লাসরুমে এসে হর্ষবর্ধনকে মারধর শুরু করে। এসময় হর্ষবর্ধন বন্ধুদের সঙ্গে গল্প করছিল। সতিশ প্রথমে তার মুখে আঘাত করে। তারপরে বুকে ও মাথায় উইকেট দিয়ে পেটায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন হর্ষবর্ধন। পরে হাসপাতালে মারা যায় সে।

 অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এদের মধ্যে কয়েকজন পলাতক আছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।