ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা মালালা

ঢাকা: যুক্তরাজ্যে লেখাপড়া শেষ করে রাজনীতিতে সক্রিয় হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই (১৭)।

বুধবার (১০ ডিসেম্বর) নোবেল পুরস্কার গ্রহণের আগে অসলোতে বিবিসির হার্ডটক অনুষ্ঠানের সঞ্চালক স্টিফেন সাকুরের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মালালা।



সবচেয়ে কম বয়সী শান্তিতে নোবেল জয়ী মালালা বলেন, ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হতে চাই এবং সেখানে ক্যারিয়ার গড়তে চাই। যুক্তরাজ্যে লেখাপড়া শেষ করে নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

মালালা বলেন, আমার স্বপ্ন দেশের জন্য কাজ করা এবং পাকিস্তানকে একটি উন্নত দেশ হিসেবে দেখা, যেখানে প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত হবে।

বেনজির ভুট্টোকে অনুপ্রেরণা হিসেবে মানেন মালালা।

মালালা আরো বলেন, ছোটবেলা থেকেই আমি সেই স্বপ্ন দেখি শিশুরা স্কুলে যাবে। শান্তি পুরস্কার পাওয়ার পর আমার আশা, সাহস আরো বেড়ে গেছে। কারণ আমি এখন আর একা নই, আমার সঙ্গে অনেকে রয়েছেন।

ভারতের মানবাধিকার কর্মী কৈলাশ সত্যার্থীর সঙ্গে এবছর যৌথভাবে নোবেল পেয়েছেন মালালা।
 
নারী শিক্ষার উন্নয়নে এক ক্যাম্পেইন পরিচালনার সময় ২০১২ সালে তালেবানদের গুলির হামলার শিকার হন মালালা ইউসুফজাই।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।