ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুকে উস্কানি দেওয়ায় যুক্তরাজ্যে নারীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
ফেসবুকে উস্কানি দেওয়ায় যুক্তরাজ্যে নারীর কারাদণ্ড

ঢাকা: সিরিয়া যুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানি দেওয়ার দায়ে রুনা খান নামে (৩৫) এক নারীকে পাঁচ বছর তিনমাসের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।



সংবাদমাধ্যম জানায়, যুক্তরাজ্যের লুটনে বসবাস করা ৬ সন্তানের জননী রুনা খান আগে থেকেই সিরিয়া তুরস্কের যুদ্ধ নিয়ে ফেসবুকে উস্ক‍ানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন।

যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে যুক্তরাজ্যের এক পুলিশ সদস্য পরিচয় গোপন করে রুনার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করেন। এ সময় যুদ্ধে অংশ নেওয়ার বিভিন্ন পথ ও বিস্তারিত বলেন ওই পুলিশ সদস্যকে।

রুনা ব্রিটিশ পুলিশ কর্মকর্তাকে জানান, যুদ্ধে অংশ নেওয়ার জন্য মোহাম্মদ নাহিন আহমেদ নাকে এক ব্যক্তি তাকে বিস্তারিত পাঠিয়েছেন। এরপরই পুলিশ তাকে আটক করে।

কিংস্টনে ক্রাউন আদালতে নেওয়া হলে গত জুলাইয়ে রুনা খান নিজের বক্তব্য তুলে ধরেন। আদালত রুনাকে দোষী সাব্যস্ত করে।

এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, আমি আমার বিশ্বাস থেকেই ফেসবুকে এসব পোস্ট করেছি।

তবে যুক্তরাজ্য পুলিশের ক্রাইম ইউনিটের প্রধান কমান্ডার রিচার্ড ওয়ালটন বলেন, রুনা খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ‘টুল ফর টেরোরিজম‘ হিসাবে ব্যবহার করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪, আপডেট: ১৮৫০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।