ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রানী এলিজাবেথ এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক শাসক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
রানী এলিজাবেথ এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক শাসক ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ৯০ বছর বয়সে বৃহস্পতিবার রাতে চলে গেলেন। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজা।

তার মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়ষ্ক শাসক হলেন রানী এলিজাবেথ।

৮৮ বছর বয়স্ক রানী এলিজাবেথ ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন।   দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি ব্রিটিশ সামাজ্য শাসন করছেন। মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে বসা রানী ২০১২ সালে ‘গোল্ডেন জুবিলি’ উদযাপন করলেন।

তবে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী শাসক হলেও শাসনের সময়কালের হিসেবে রানী দ্বিতীয় (৬৩ বছর ধরে)। ৬৮ বছর ধরে শাসন করে থাই রাজা নবম রামা শীর্ষস্থানে রয়েছেন।

এদিকে সৌদি বাদশার মৃত্যুর পর তার সৎভাই সালমান বিন আবদুল আজিজ আল সৌদ (৭৯) দেশটির নতুন বাদশাহ নিযুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।