ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে কয়েদি বহনকারী বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
টেক্সাসে কয়েদি বহনকারী বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১০

ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাসে কয়েদি বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে কয়েদি ও কারারক্ষীসহ ১০ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।



শেরিফ মার্ক ডোনাল্ডসন নামে এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায়, কয়েদি বহনকারী বাসটি একটি ওভারপাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ছিটকে পড়ে ও ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।

কর্তৃপক্ষ জানায়, ১২ জন কয়েদি ও তিন জন কার‍ারক্ষী বহনকারী বাসটি আবিলিনি কারাগার থেকে এল পাসো কারাগারে যাচ্ছিলো।

এ ঘটনায় ট্রেনের কোনো যাত্রী হতাহত হয়নি বলে ইউনিয়ন প্যাসিফিকের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় ৮ কয়েদি ও ২ কারারক্ষী নিহত হয়েছেন বলে টেক্সাস ক্রিমিন্যাল জাস্টিস বিভাগের এক বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।