ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরীয় নেতা

ঢাকা: রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইওনহাপ।

মে মাসে এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৭০ তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কিম জংকে আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন।

২০১১ সালে পিতার মৃত্যুর পর ক্ষমতায় আরোহনের পর থেকে এখনও বিদেশ সফরে বের হননি কিম জং উন।

তবে কিম জং যে রাশিয়া যেতে পারেন সে ব্যাপারে খবর বেরিয়েছিলো অনেক আগেই। গত একুশে জানুয়ারি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেন, রাশিয়া উত্তর কোরিয়ার নেতাকে আমন্ত্রণ জানিয়েছে। এ ব্যাপারে পিয়ং ইয়ংও ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান তিনি।

ক্রেমলিনের বরাত দিয়ে ইওনহাপ আরও জানায়, ৯ মে‘র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও ২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ’

কিম জং উনের প্রয়াত পিতা উত্তর কোরিয়ার সাবেক শাসক কিম জং ইল সাধারণত ঘোষণা দিয়ে সফর করতেন না। ২০১১ সালের আগস্টে মৃত্যুর কিছুদিন আগেও তিনি রাশিয়া সফর করেন। তবে প্রায়ই চীন সফরে যেতেন প্রয়াত উত্তর কোরীয় নেতা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।