ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে আল জাজিরার বাকি ২ সাংবাদিকেরও জামিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
মিশরে আল জাজিরার বাকি ২ সাংবাদিকেরও জামিন

ঢাকা: চারশ’ দিনেরও বেশি সময় মিশরে কারাবন্দি থাকার পর মুক্তি পাচ্ছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বাকি দুই সংবাদকর্মীও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির বিশেষ আদালত বাহের মোহাম্মদ ও মোহাম্মদ ফাহমি নামে ওই দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন।



জামিন মঞ্জুর হওয়ায় তারা শিগগির মুক্তি পেতে পারেন বলে আশাবাদ প্রকাশ করেছেন স্বজন ও সহকর্মীরা।

এর আগে, চারশ’ দিন কারাগারে থাকার পর মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসির এক অধ্যাদেশের মাধ্যমে মুক্তি পেয়ে দেশে ফিরে যান আল জাজিরার অস্ট্রেলিয়ান সাংবাদিক পিটার গ্রেস্ট।

২০১৩ সালে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সেনাঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেস্ট, ফাহমি ও বাহেরসহ আল জাজিরার মোট ১১ জন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ তোলা হয়। গ্রেস্ট, ফাহমি, বাহের ছাড়া বাকিরা মিশরের বাইরে কর্মরত।

অভিযোগে প্রমাণিত হওয়ায় এ তিনজনকে ৭ থেকে ১০ বছর করে কারাদণ্ড দেন নিম্ন আদালত। তবে, আবেদনের প্রেক্ষিতে গত মাসে এ সংক্রান্ত ‍মামলার বিচারকার্য পুনরায় শুরুর নির্দেশ দেন দেশটির বিশেষ আদালত (কোর্ট অব সেসেশন)। শেষ পর্যন্ত বিশেষ আদালতের নির্দেশেই জামিন পেতে যাচ্ছেন ফাহমি ও বাহের।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।