ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৪৭ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
মায়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৪৭ সৈন্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: মায়ানমারের উত্তরাঞ্চলের চীন সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর প্রায় অর্ধশত সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন।



দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, উত্তরাঞ্চলের শান রাজ্যে কোক্যাঙ চাইনিজ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দুই সৈন্য নিহত হওয়ার পর গত ৯ ফেব্রুয়ারি থেকে অবস্থা আরও সংকটময় হয়ে পড়ে।

এরপর দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৭ সৈন্য নিহত ও ৭৩ সৈন্য আহত হন। এছাড়া, বিদ্রোহীরা পাঁচটি সামরিক যান ধ্বংস করে দেয়।

এ ঘটনায় অবশ্য সরকার বা বিদ্রোহী পক্ষের কোনো সরাসরি মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।