ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
মেক্সিকোয় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১৬

ঢাকা: মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি রেলক্রসিং এ যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।



স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির আনাওয়াক শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আনাওয়াকের মেয়র দেসিদেরিও ওতের্গার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, সংঘর্ষের সময় বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল।

প্রাথমিকভাবে সংঘর্ষের কারণ নিশ্চিত করতে পারেনি দেশটির প্রশাসন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

তবে বাসটির চালক রেলক্রসিং এর স্টপলাইট খেয়াল না করায় এ সংঘর্ষ ঘটে থাকতে পারে বলে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জননিরাপত্তা বিভাগের প্রধান জর্জ কামাচো।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।