ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অর্থ যোগাতে মানব অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসায় আইএস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
অর্থ যোগাতে মানব অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসায় আইএস! ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) যুদ্ধ পরিচালনা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মেটাতে ‍এবার মানব অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসায় নেমেছে।

এমনই ধারণা করছেন জাতিসংঘে নিযুক্ত ইরাকের কূটনীতিক মোহামেদ আলহাকিম।



জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি এ বিষয়ে অভিযোগ উত্থাপন করেন।

আলহাকিম বলেন, গত কয়েক সপ্তাহে বেশ কিছু মৃতদেহ উদ্ধার হয়েছে যাতে কিডনিসহ অন্যান্য জরুরি অঙ্গ-প্রত্যঙ্গ ছিল না।

তিনি জানান, মানবদেহ থেকে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে সংরক্ষণে অস্বীকৃতি জানানোয় মসুলে কয়েকজন চিকিৎসককে শাস্তিও দিয়েছে আইএস যোদ্ধারা।

এদিকে ইরাকে জাতিসংঘের বিদায়ী দূত নিকোলয় জানিয়েছেন, গত জানুয়ারিতেই ৭৯০ জন মানুষকে হত্যা করেছে আইএস। এদের হত্যার পরিমাণ দিন দিন বাড়ছে। কারণ এর মাধ্যমে অর্থ যোগাতে অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসা করছে তারা।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।