ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডন হামলায় জড়িত ছিলেন জিহাদি জন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
লন্ডন হামলায় জড়িত ছিলেন জিহাদি জন!

ঢাকা: জেহাদি জন নামে আলোচিত ইসলামিক স্টেটের (আইএস) সদস্য মোহাম্মদ এম্বাজির লন্ডন বোমা হামলায়  সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।

২০০৫ সালের ২১ জুলাইয়ের ওই প্রাণঘাতী হামলার সময় এম্বাজির সঙ্গে সংশ্লিষ্ট একজনের ফোনালাপের সূত্র ধরে এই সন্দেহের কথা জানিয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দা বিভাগ।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হামলায় জড়িত থাকার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হুসেইন ওসমান নামে এক ব্যক্তির  সঙ্গে মোহাম্মদ এম্বাজির ফোনালাপের রেকর্ড রয়েছে।

সেই ফোনালাপ এবং হামলার পর এম্বাজির ব্রিটেন থেকে পালিয়ে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করতে শুরু করেছেন গোয়েন্দারা।

লন্ডনেরও ওই হামলায় চার আত্মঘাতীসহ ৫২ জন নিহত এবং সাত শতাধিক মানুষ আহতও হয় ।

পশ্চিমা নাগরিকসহ ‘শত্রুদের’ শিরশ্ছেদকারী মোহাম্মদ এম্বাজির পরিচয় সম্প্রতি ফাঁস হয়। তিনি আইএসে ‘জিহাদি জন’ নামে পরিচিত। কুয়েতে জন্মগ্রহণ করা এ ব্রিটিশ নাগরিক কম্পিউটার সায়েন্সে স্নাতক।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।