ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অপহৃত ২২০ খ্রিষ্টানের ১৯ জনকে ছেড়ে দিল আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
অপহৃত ২২০ খ্রিষ্টানের ১৯ জনকে ছেড়ে দিল আইএস

ঢাকা: অপহৃত ২২০ অ্যাসিরীয় খ্রিষ্টানের ১৯ জনকে মুক্তি দিয়েছে সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।

রোববার তাদের মুক্তি দেয়া হয় বলে এক অ্যাসিরীয় খ্রিষ্টান মিলিশিয়া কমান্ডারের উদ্ধৃতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায় সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী মানবাধিকার

সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস।

আইএস জঙ্গিরা হাসাকাহ শহরের ভার্জিন ম্যারি গির্জায় ১৬ জন পুরুষ এবং ৩ জন নারীকে ছেড়ে যায় বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন।

মুক্তিপণ আদায়ের বিনিময়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে কোনো কোনো সূত্র।

গত ২৩ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে নারী-শিশু-বৃদ্ধ সহ এই ২২০ অ্যাসিরীয় খ্রিষ্টানকে অপহরণ করে আইএস। খাবুর নদীর দক্ষিণ তীরের কাছাকাছি তাল তামার শহরে এবং এর আশেপাশের ১২টি গ্রাম থেকে তাদের অপহরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।