ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান দিবসের কুচকাওয়াজে হামলার ষড়যন্ত্র নস্যাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
পাকিস্তান দিবসের কুচকাওয়াজে হামলার ষড়যন্ত্র নস্যাৎ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ২৩ মার্চের সামরিক কুচকাওয়াজে হামলার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে ইসলামাবাদ পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রোববার (১ মার্চ) ঘৌরি শহর থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করে ইসলামাবাদ পুলিশ।

আটককৃতরা ২৩ মার্চ পাকিস্তান দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সামরিক কুচকাওয়াজে হামলার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে।

পাশাপাশি গত ১৯ ফেব্রুয়ারি কাসার-ই-সাকিনা ইমামবারায় হামলার সাথে সংশ্লিষ্ট থাকার কথাও স্বীকার করে আটক দুই সন্ত্রাসী।

সাত বছর পর ২৩ মার্চ পাকিস্তান দিবসে আবারো সামরিক কুচকাওয়াজ আয়োজনের ঘোষণা দেয় পাক কর্তৃপক্ষ। এর আগে সর্বশেষ ২০০৮ সালে  পারভেজ মোশাররফের আমলে অনুষ্ঠিত হয়েছিলো এই কুচকাওয়াজ।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ