ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘ প্রতিবেদন

ইউক্রেনে দশ মাসে নিহত ৬ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
ইউক্রেনে দশ মাসে নিহত ৬ হাজারের বেশি মানুষ

ঢাকা: ইউক্রেন সহিংসতায় গত বছর এপ্রিল থেকে এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (২ মার্চ) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত জাইদ রা’দ আল হুসেইন এ প্রতিবেদনে উপস্থাপন করেন।



বেলারুশের রাজধানী মিনস্কে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ দূত বলেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধে এক বছরেরও কম সময়ে ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে।

জাতিসংঘের ওই প্রতিবেদনে চলমান সংকটের কারণে কীভাবে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, তার বিশদ বর্ণনা তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।