ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুমাত্রায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
সুমাত্রায় ৬.৪ মাত্রার ভূমিকম্প ছবি : প্রতীকী

ঢাকা: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে রিখটার স্কেল ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৭ মিনিটে পশ্চিম সুমাত্রার পরিয়ামান শহরে এ ভূমিকম্প অনুভূত হয়।

তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পে কেউ হতাহত হয়নি। কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।  

খবরে বলা হয়,  মানুষ ভূমিকম্প হচ্ছে এটি বুঝতে পারলেও আতঙ্কগ্রস্থ হয়নি। কারণ মূল শহরের এর মাত্রা ছিল খুবই কম।

ইন্দোনেশিয়ার মেটিওরোলজিক্যাল, জিওফিজিক্স অ্যান্ড ক্লাইম্যাটোলজি এজেন্সি বেনি’র এক কর্মকর্তা জানান, সুনামির কোনো সম্ভাবনা নেই।

ভৌগোলিক কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প দেখা দেয়। ২০০৪ সালে সুমাত্রায় সুনামিতে ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।