ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গিবিরোধী লিবীয় জেনারেল হলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
জঙ্গিবিরোধী লিবীয় জেনারেল হলেন সেনাপ্রধান

ঢাকা: জঙ্গিবিরোধী হিসেবে পরিচিত জেনারেল পদের এক কর্মকর্তাকে লিবিয়ার সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) দেশটির সংসদের স্পিকার আগুইলা সালাহ মেজর জেনারেল খালিফা বেলগাসেম হাফতারকে সেনাপ্রধান হিসেবে পরিচয় করিয়ে দেন।



স্পিকার বলেন, আমি মেজর জেনারেল খালিফা বেলগাসেম হাফতারকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতির পর সেনাপ্রধান হিসেবে মনোনীত করেছি। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে সংসদে শপথ গ্রহণ করতে হবে।

লিবিয়ার সংসদ গত সপ্তাহে সেনাপ্রধান নিয়োগ দিতে নতুন আইন পাস করে।

গত বছর মে মাসে জঙ্গিদের বিরুদ্ধে পূর্ব লিবিয়ায় অভিযান পরিচালনা করেন হাফতার। তৎকালীন সরকার সামরিক অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

সেই অবসরের তালিকায় ছিলেন মোট ১২৯ সেনা কর্মকর্তা। গত মাসে তাদেরকে আবার কাজে যোগদান করতে অনুরোধ জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।