ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৪ ঘণ্টা ডুবে থাকা জীবিত শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
১৪ ঘণ্টা ডুবে থাকা জীবিত শিশু উদ্ধার ছবি : সংগৃহীত

ঢাকা: ‘রাখে আল্লাহ মারে কে’! প্রচলিত এ কথার যেন উজ্জলতর দৃষ্টান্ত মিললো যুক্তরাষ্ট্রের উতাহ অঙ্গরাজ্যে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উতাহ’র একটি নদীতে পড়ে ডুবে যাওয়ার ১৪ ঘণ্টারও বেশি সময় পর ওই গাড়ি থেকেই ১৮ মাস বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।



স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) বিকেলের এ ঘটনায় উতাহজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধার করে রাজ্যের রাজধানী সল্ট লেক সিটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে নদীতে ডুবন্ত ওই প্রাইভেটকারটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এক জেলে। খবর পেয়ে তিন পুলিশ কর্মকর্তা ও চার দমকলকর্মী এসে শিশুটিকে উদ্ধার করেন।

এসময় ওই প্রাইভেটকারের চালকের আসনে বেল্ট বাঁধা অবস্থায় ২৫ বছর বয়সী এক নারীর লাশও উদ্ধার করা হয়। লিন গ্রোয়েসবেক নাম্নী স্প্রিংভিলে শহরের ওই নারী শিশুটির মা বলেই ধারণা করা হচ্ছে।

তদন্তকারীরা মনে করছেন, শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সড়কে সিমেন্টে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর স্প্যানিশ ফর্ক নদীতে পড়ে যায় মা-মেয়েকে বহনকারী প্রাইভেটকারটি।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।