ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে জার্মান নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে জার্মান নারী নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে এক জার্মান নারী যোদ্ধা নিহত হয়েছেন।

আইভানা হফম্যান (১৯) নামের ওই নারী সিরিয়ায় কুর্দি মিলিশিয়া বাহিনীর পক্ষে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নিহত হন বলে জানায় কুর্দি প্রতিরক্ষা ইউনিটের মুখপাত্র নওয়াফ খলিল।



শনিবার (০৭ মার্চ) সিরিয়ার তাল তামর গ্রামে লড়াইয়ের সময় হফম্যান নিহত হন বলে জানান তিনি।

দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আইভানা হফম্যান জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি তুরস্কে মার্ক্সিস্ট-লেনিনিস্ট কমিউনিস্ট পার্টির (এমএলকেপি) একজন সদস্য ছিলেন। ছয় মাস আগে ওয়াইপিজি নামে পরিচিত সিরিয়ার কুর্দিশ সংগঠনের সাথে যোগ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।