ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে হোয়াটসঅ্যাপে ফাঁস এইচএসসির প্রশ্নপত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
ভারতে হোয়াটসঅ্যাপে ফাঁস এইচএসসির প্রশ্নপত্র ছবি: সংগৃহীত

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস হচ্ছে এখন ভারতেও। তবে এক্ষেত্রে হোয়াটসঅ্যাপকেই বেছে নিয়েছে ফাঁসকারীরা।



সোমবার (০৯ মার্চ) ভারতে উচ্চমাধ্যমিক পর্যায়ে হিসাববিদ্যা বিভাগের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় বলে জানিয়েছে টাইম অব ইন্ডিয়া।

কিছু ছাত্র সকাল ১০টা ২০ মিনিটে সংবাদসংস্থাটির কাছে ফাঁস হওয়া প্রশ্নপত্রের স্ক্রিনশটও পাঠিয়েছে বলে দাবি করা হয় ওই খবরে।

তবে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা প্রশ্ন ফাঁসের ঘটনাটি উড়িয়ে দিয়ে বলেছেন, ওই স্ক্রিনশটগুলো পরীক্ষা শুরুর পর নেওয়া হয়েছে।

মুম্বাই বিভাগীয় শিক্ষাবোর্ডের সচিব ওআই এস চন্ডেকর বলেন, বেলা ১১টা ২৬ মিনিটে আমরা সাংবাদিকদের মাধ্যমে ওই স্ক্রিনশটগুলো পেয়েছি। এগুলো পরীক্ষার আগে ছড়িয়েছে, এমন কোনো কোনো প্রমাণ আমাদের কাছে নেই।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।