ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
মৃত্যুদণ্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: সাত বছর পর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান।

গত বছরের ডিসেম্বরে পেশোয়ারের স্কুলে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসমূলক অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে স্থগিতাদেশ তুলে নেওয়ার এক মাস পর সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।



পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল এবং ক্ষমা ভিক্ষার আবেদন খারিজ হয়ে গেছে, তাদের সাজা কার্যকরে আর কোনো বাধা নেই।

দেশটির মানবাধিকার সংস্থা জানিয়েছে, পাকিস্তানের কারাগারগুলোয় ৮ হাজারেরও বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। এর মধ্যে অন্তত ১ হাজারের আপিল এবং ক্ষমা ভিক্ষার আবেদন খারিজ হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।