ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২৮ বছর পর শ্রীলঙ্কায় ভারতীয় প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
২৮ বছর পর শ্রীলঙ্কায় ভারতীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ঢাকা: দু’দিনের সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে ২৮ বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার মাটিতে পা রাখলেন।



মরিশাসের রাজধানী পোর্ট লুইস থেকে ভারতের একটি বিশেষ প্লেনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পৌঁছান মোদী।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) সকাল ৫টা ২৫ মিনিটে প্লেনটি অবতরণ করেন। এসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

সফরকালে প্রধানমন্ত্রী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন মোদী। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই এ সফর। তিন দেশ সফরে সিসিলিস ও মরিশাস ঘুরে শ্রীলঙ্কা পৌঁছেন মোদী।

এর আগে ১৯৮৭ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী রাজিব গান্ধী শ্রীলঙ্কা সফরে যান।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।