ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৫ ছবি: সংগৃহীত

ঢাকা: অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় এক গ্রামে ৪৫ জন নিহত হয়েছে।

রোববার (১৫ মার্চ) ভোরে দেশটির বেনু অঙ্গরাজ্যের এগবা গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে।



স্থানীয় রাজনীতিক অডু সুলের দাবি হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৮১ জন নারীপুরুষ। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলের রাখাল ও কৃষক সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি জানিয়ে রাজ্য পুলিশের মুখপাত্র অস্টিন এযানি বলেছেন, হামলায় জড়িতদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

গত বছরও রাখাল ও কৃষক সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বন্দুকধারীদের হামলায় কাদুনা গ্রামে নিহত হয় অন্তত ১শ’ গ্রামবাসী।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।