ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কৌশলগত সেনা মহড়া শুরু রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫
কৌশলগত সেনা মহড়া শুরু রাশিয়ায় ছবি : সংগৃহীত

ঢাকা: স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে প্রায় ২৫ বছর আগে। এই সময়ের মধ্যে পরাশক্তির তালিকায় রাশিয়ার নাম থাকলেও তা খুব একটা জোরেশোরে উচ্চারিত হয়নি।

তবে এবার হয়তো পরিবর্তন আসছে। এবার বেশ বড় পরিসরেই সেনা মহড়া শুরু করেছে মস্কো।

সোমবার (১৭ মার্চ) সম্প্রতি সংযুক্ত ক্রিমিয়াসহ পুরো রাশিয়াজুড়েই শুরু হয় সেই সেনা মহড়া। এতে ৪৫ হাজার সৈন্য অংশ নিচ্ছে। সেই সাথে ব্যবহৃত হচ্ছে যুদ্ধবিমান ও ডুবোজাহাজ।

মহড়ার অংশ হিসাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নৌবাহিনীকে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে আর্কটিক থেকে নরওয়ে পর্যন্ত সেনা মহড়া পরিচালনার আদেশ দিয়েছেন বলে জানা গেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শোইগু এ ব্যাপারে রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ নিউজ এজেন্সিকে বলেন, নতুন চ্যালেঞ্জ আর হুমকির প্রেক্ষিতে সামরিক বাহিনীকে নিজেদের ক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়ার প্রয়োজন ছিল।

এই মহড়ার নির্দেশ পুতিনের কাছ থেকেই এসেছে নিশ্চিত করে শোইগু জানান, রুশ সামরিকবাহিনী সংস্কারে চলতি দশকে ৩৪ হাজার কোটি ডলার খরচের
প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।