ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের সন্ধানদাতা পাক চিকিৎসকের আইনজীবী খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
লাদেনের সন্ধানদাতা পাক চিকিৎসকের আইনজীবী খুন ছবি: সংগৃহীত

ঢাকা: আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে সহায়তাকারী পাকিস্তানি ডাক্তার শাকিল আফ্রিদির সাবেক আইনজীবী সলিমুল্লাহ খান অজ্ঞাত একদল বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) পেশোয়ারে ওই আইনজীবীকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ।



২০১২ সালের মে মাসে ডাক্তার শাকিলের বিরুদ্ধে জঙ্গি সদস্যদের অর্থ ও চিকিৎসা দিয়ে সহায়তা করার অপরাধে ‘রাষ্ট্রদ্রোহী’ অভিযোগ আনা হয়। এ মামলায় তার আইনজীবী হিসেবে ছিলেন সলিমুল্লাহ খান।

কিন্তু কয়েক মাস আগে ডাক্তার শাকিলের পক্ষে আর মামলা না লড়ার ঘোষণা দেন তিনি। এরপর জঙ্গিদের হুমকির প্রেক্ষিতে গত বছরের নভেম্বরে পাকিস্তান ছেড়ে চলে যান সলিমুল্লাহ। সম্প্রতি তিনি দেশে ফিরেছিলেন।

এ হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামা’আত-উল-আহরার। টেলিফোনে সংগঠনটির মুখপাত্র আহসানুল্লাহ আহসান বলেন, শাকিল আফ্রিদি শেখ ওসামা বিন লাদেনের হত্যাকারীদের সহায়তা করেছিলো। শত্রুদের জানা থাকা উচিত, আমাদের প্রতিটা ভাইয়ের প্রতিটা হত্যাকারীকেই আমরা হত্যা করবো।

সিআইএ এর হয়ে লাদেনকে খুঁজে পাওয়ার অংশ হিসাবে ডাক্তার আফ্রিদি অ্যাবোটাবাদে একটি টিকাদান কর্মসূচি পরিচালনা করেছিলেন। এ সময় তিনি ডিএনএ স্যাম্পল সংগ্রহ করতেন। তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।