ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বোকো হারামের শহরে মিললো শতাধিক গলাকাটা লাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
বোকো হারামের শহরে মিললো শতাধিক গলাকাটা লাশ

ঢাকা: বোকো হারামের কবল থেকে সদ্যমুক্ত নাইজেরীয় শহর দামাসাকের বাইরে থেকে শতাধিক মৃতদেহ উদ্ধার করেছে নাইজার ও চাদের সেনাবাহিনী।

শনিবার (২১ মার্চ) দেশটির বোর্নো রাজ্যে অবস্থিত দামাসাক পুনরুদ্ধার করে নাইজার ও চাদের সেনাসদস্যরা।

প্রায় এক মাস আগে এই শহরটির দখল নেয় পশ্চিম আফ্রিকায় তৎপর জঙ্গি সংগঠন বোকো হারাম।

চাদ এর সামরিক মুখপাত্র কর্নেল আজেম বারমান্দোয়া আগৌনা সংবাদমাধ্যমকে জানান, শহরের বাইরে একটা সেতুর নিচে শতাধিক মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেছেন তিনি। তাদের মধ্যে বেশিরভাগই ছিলো গলাকাটা অবস্থায়।

শহর থেকে জঙ্গিদের হটিয়ে দেয়ার পর ওই মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিদের খুব বেশি সময় আগে হত্যা করা হয়নি। মরুভূমির শুষ্ক বাতাসের প্রভাবে মৃতদেহের অনেকগুলোতেই মমি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিলো।

এর আগে শুক্রবার (২০ মার্চ) নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন, এক মাসের মধ্যেই বোকো হারামকে তার দখল করা ভূখণ্ড থেকে হটিয়ে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।