ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে নকলের মচ্ছব, শত শত বহিষ্কার-গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
বিহারে নকলের মচ্ছব, শত শত বহিষ্কার-গ্রেফতার ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের বিহার রাজ্যে আলোচিত পরীক্ষায় নকলের ঘটনায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বেশিরভাগই অভিভাবক।

আর বহিষ্কার করা হয়েছে কমপক্ষে ৭৫০ জন শিক্ষার্থীকে। চারটি কেন্দ্রের পরীক্ষা বাতিলও করা হয়েছে।

সম্প্রতি বিহারে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা চলাকালে বিবিসি’র এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে ওই নকল কেলেঙ্কারি। এ নিয়ে বিবিসি প্রতিবেদন প্রকাশ করে। এর আগে স্থানীয় পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে আগ্রত দেখায়নি। তবে বিবিসির খবরের পর নেড়েচেড়ে বসে প্রশাসন।

মঙ্গলবার (১৭ মার্চ) শুরু হওয়া এ পরীক্ষায় প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বিবিসির বিহারের ফটো সাংবাদিক দিপঙ্কর জানান, বুধবার (১৮ মার্চ) পরীক্ষা চলাকালে তিনি একটি কেন্দ্রের ছবি তুলতে গিয়ে এ দৃশ্য দেখতে পান। অবাক করার বিষয় হলো নকল করার ছবি তোলার সময়ও পরীক্ষার্থীরা ছিল নির্লিপ্ত। নকলে সাহায্যকারীরাও তাদের অবস্থানের পরিবর্তন করেনি।

তিনি জানান, একটি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে অভিভাবকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ছবিতে দেখা যায় পরীক্ষা কেন্দ্রের দেয়াল বেয়ে নকল সরবরাহ দিচ্ছেন পরীক্ষার্থীদের বন্ধু ও অভিভাবকরা।

বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এ ঘটনায় দুখঃপ্রকাশ করলেও এটি পুরো বিহারের চিত্র নয় বলে মনে করেন।

রাজ্যের শিক্ষামন্ত্রী পিকে শাহীর ক্ষোভ প্রকাশ করে জানান, অভিভাবকদের সহায়তা ছাড়া পরিশুদ্ধ পরীক্ষা নেওয়া যায়?

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে তিন থেকে চারজন নকলে সাহায্য করছেন। তার মানে ৬০-৭০ লাখ মানুষ ছাত্রছাত্রীদের নকল করতে সাহায্য করছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ