ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন থেকে সব কর্মী সরিয়ে নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
ইয়েমেন থেকে সব কর্মী সরিয়ে নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তাজনিত কারণে ইয়েমেন থেকে সব কর্মী সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২০ মার্চ) ইয়েমেনের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি আত্মঘাতী হামলার ঘটনায় প্রায় দেড়শ’ মানুষ নিহত হওয়ার পরদিন শনিবার (২১ মার্চ) এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।



এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেফ রাথকে বলেন, ইয়েমেনে নিরাপত্তা ব্যবস্থা ধ্বসে পড়ার প্রেক্ষিতে সাময়িকভাবে সেখান থেকে কর্মী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

ইয়েমেনে ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহী আর প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সমর্থকদের মধ্যে চলমান সংঘর্ষে দেশটির পরিস্থিতি দিনদিনই খারাপের দিকে যাচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোববার (২২ মার্চ) ইয়েমেন ইস্যুকে কেন্দ্র করে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।