ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিইউয়র্কের ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
নিইউয়র্কের ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত শিশু নিহত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে এক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ শিশু নিহত হয়েছে।

শনিবার (২১ মার্চ) নিউইয়র্কের ব্রুকলিন শহরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে।

নিহত সবাই ৫ থেকে ১৫ বছর বয়সী শিশু।

জানা গেছে, এক ইহুদি পরিবারের বাড়ি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খাবার গরম করার বৈদ্যুতিক হটপ্লেট থেকে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে মনে করছে কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডের সময় আট সন্তান নিয়ে দোতলায় ঘুমাচ্ছিলেন গৃহকর্ত্রী আগুনের আঁচে জেগে গেলে তিনি আর তার ১৫ বছর বয়সী এক মেয়ে জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান। তবে আটকা পড়া বাকি সন্তানদের সবাই অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় বলে জানা গেছে।

২০০৭ সালের পর এটাই ব্রুকলিনে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বলে মন্তব্য করে শহরের মেয়র বিল ডে ব্লাসিও গভীর শোক প্রকাশ করেছেন।

তদন্তকারী সংস্থা অগ্নিকাণ্ডের প্রকৃতি কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ