ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাদুঘরে হামলার ভিডিও প্রকাশ করলো তিউনিসিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
জাদুঘরে হামলার ভিডিও প্রকাশ করলো তিউনিসিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: তিউনিসিয়ার প্রখ্যাত বারদো জাদুঘরে হামলায় জড়িত তিন বন্দুকধারীর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির সরকার।

গত বুধবার (১৮ মার্চ) তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত বারদো জাদুঘরে এক জঙ্গি হামলায় ১৭ বিদেশি পর্যটকসহ নিহত হন অন্তত ১৯ জন।

এর পরপরই জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশটির সরকার।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দুকধারীরা বারদোর ভেতরে প্রবেশ করছে। এরপরই শুরু হয় সেই নারকীয় হামলা।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে রাজধানী তিউনিস থেকে আরো কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত এলাকায় প্রশিক্ষণ গ্রহন করেছে।

বাংলাদেশ সময: ১৫২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।