ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিবাদে কফিন কাঁধে তুলে নিলেন আফগান নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
প্রতিবাদে কফিন কাঁধে তুলে নিলেন আফগান নারীরা ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথা ভেঙ্গে এক নারীর কফিন কাঁধে তুলে নিয়েছে আফগান নারীরা। সম্প্রতি কাবুলে উচ্ছৃঙ্খল জনতা ওই নারীকে হত্যা করে।

কাবুলের বাসিন্দারা বলছেন, ফারখুন্দা নামের ওই নারীকে মিথ্যা অভিযোগে হত্যা করা হয়েছে।

ওই নারীকে হত্যার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে প্রত্যক্ষদর্শীরা। পরে সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে সেটি পড়লে ব্যাপক সমালাচনা শুরু হয়। হত্যার পর শত শত মানুষ রাস্তায় নেমে আসে। এদের বেশিরভাগই নারী। তারা হত্যাকারীদের শাস্তির দাবি জানান।

ফারখুন্দার বিরুদ্ধে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর অভিযোগ ছিল। তবে সরকারি তদন্তকারী দল এ ধরণের অভিযোগের কোনো সত্যতা পাননি।

আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি-পাথর নিয়ে উচ্ছ‍ৃঙ্খল জনতা ওই নারীর ওপর ঝাপিয়ে পড়ে।

তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয় দেয়। এসময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ