ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে চীন-ভারত সীমান্ত সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
দিল্লিতে চীন-ভারত সীমান্ত সংলাপ

ঢাকা: সীমান্ত সমস্যা নিরসনে এক টেবিলে বসেছে এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারত। সোমবার (২৩ মার্চ) দিল্লিতে দুই দেশের শীর্ষ পর্যায়ে এ আলোচনা শুরু হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় বসার পর চীনের সঙ্গে এটিই প্রথম কোনো আলোচনা।

এদিকে মে মাসে বেইজিং সফর করার কথা রয়েছে মোদির। সফরের আগে দিল্লির এ আলোচনা সম্পর্ক উষ্ণ করার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

ভারত-চীনের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে  ৪ হাজার ৫৭ কি.মি। এ নিয়ে ১৯৬২ সালে স্বল্প পরিসরে যুদ্ধও হয়েছিল। এখনও প্রায়ই সীমান্ত নিয়ে দুই দেশের উত্তেজনার কথা শোনা যায়।

গত বছর ক্ষমতার মসনদে বসার পর মোদি চীনের সঙ্গে বিতর্কিত সীমান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন।

অন্যদিকে গত সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারত সফরে এসে শান্তি ও স্থিতিশিলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ