ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
চিলিতে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ছবি : সংগৃহীত

ঢাকা: ব্যাপক বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় চিলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় কমপক্ষে দু’জন নিহত ও ২৪ জন নিখোঁজের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



চিলির উত্তরাঞ্চলীয় মরু এলাকা আটাকামায় মঙ্গলবার (২৪ মার্চ) হঠাৎ মুষলধারায় বৃষ্টি শুরু হলে বুধবার সেখানে বন্যা দেখা দেয়। ইতোমধ্যেই বন্যা কবলিত এলাকায় জরুরি অবস্থা জারি করেছে চিলির সরকার।

বন্যায় যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি অন্তত সাতশ’ পরিবার গৃহহীন হয়ে পড়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই এলাকার অন্তত ৪০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পাশাপাশি সেখানে দেখা গেছে সুপেয় পানির অভাব।

চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাকেলেট বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ